আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ ফের আক্রান্ত রাজ্যের চিত্র সাংবাদিক। বুধবার সন্ধ্যায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাসকদলীয় নেতার হাতে আক্রান্ত হলেন চিত্র সাংবাদিক প্রনব শীল। রাজধানীর বিদ্যাসাগরস্থিত সি পি আই (এম) পার্টি অফিসের সন্মুখে বিনা প্ররোচনায় চিত্র সাংবাদিক প্রনব শীলকে পেটাল সি পি আই (এম) কর্মী পিন্টু মজুমদার। জানা যায়, বিদ্যাসাগরস্থিত সি পি আই (এম) পার্টি অফিস থেকে আচমকা বেড়িয়ে এসে সঙ্ঘবদ্ধ ভাবে চিত্র সাংবাদিক প্রনব শীলের উপর হামলা চালায় সি পি আই (এম) কর্মী পিন্টু মজুমদার, রাজু দাসবর্মণ, সুমন এবং অভি। ঘটনার পর আগরতলা পূর্ব থানায় ছুটে যান বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ছুটে যান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রনব সরকার, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি পিনাকী দাস, সাধারণ সম্পাদক অরিন্দম দে, বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। আক্রান্ত চিত্র সাংবাদিক প্রনব শীল পূর্ব থানায় এফ আই আর দায়ের করেছেন। গণতন্ত্রের চতুর্থস্তম্ভের উপর এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবী জানান সাংবাদিকরা।