বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুন ৷৷ শান্তির বাজার মহকুমার টাস্ক ফোর্স কমিটির উদ্দ্যেগে শান্তির বাজার জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয় ‘বেটি বাচাও বেটি পড়াও’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, জোলাইবাড়ী ব্লক এর বি ডি ও সুভাষ দত্ত, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, শান্তির বাজার জেলা হাসপাতালের এম এস বিষ্ণু দে ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে মায়েদের ভিরছিল লক্ষ্যনিয়। অনুষ্ঠানে উপস্থিত সকল কন্যা সন্তানদের হাতে বস্ত্র তুলে দেয় অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মানব জীবনে কন্যাসন্তানের গুরুত্বের কথা সকলের সামনে তুলে ধরেন।