আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার সি বি আই-র বিশেষ টিম রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে চিটফান্ড ইস্যুতে জিজ্ঞাসাবাদ চালায়। গত ২৪ জুন সি বি আই-র তরফে পাঠানো এক নোটিশে সি বি আই ইন্সপেক্টর ব্রতিন ঘোষাল রাজ্যের কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে ২৯শে জুন সকাল ১০টায় মন্ত্রীর সরকারী আবাসে জেরা করার কথা উল্লেখ করেছেন। যদিও জিজ্ঞাসাবাদের কথা সংবাদমাধ্যমে চাউর হয়ে যাওয়ায় গোপনে মন্ত্রীর সরকারী আবাসের স্থান পরিবর্তন করে মহাকরণে জিজ্ঞাসাবাদ চালায় সি বি আই। মহাকরণে সি বি আই-র বিশেষ টিম রোজভ্যালী চিটফান্ড ইস্যুতে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে টানা দেড় ঘন্টা জেরা করেন বলে খবর। জিজ্ঞাসাবাদের পর সি বি আই এবং মন্ত্রী বিজিতা নাথকে তদন্তের বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে এ বিষয়ে তাঁরা কিছুই জানাতে অস্বীকার করেন। তবে মন্ত্রী বিজিতা নাথ বলেন, সি বি আই যে সব প্রশ্ন জিজ্ঞেসা করেছেন তিনি তার উত্তর দিয়েছেন। তিনি এটাও বলেন, তাঁর অফিসে পাঠানো চিঠি সংবাদমাধ্যমের হাতে কিভাবে গেল? তাঁর উত্তরে সি বি আই নাকি জানিয়েছেন, সি বি আই সংবাদমাধ্যমে নোটিশ কপি দেয়নি, হয়ত মন্ত্রী অফিস থেকে নোটিশ কপি সংবাদমাধ্যমের কাছে চলে গেছে। তদন্তের সময় উপস্থিত ছিলেন সি বি আই ইন্সপেক্টর ব্রতিন ঘোষাল, সি বি আই অতিরিক্ত পুলিস সুপার এস কে ত্রিপাঠি।