আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ দেবতাবাড়ী প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী সাতদিন ব্যাপী খার্চি মেলা। এদিন সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে এর সূচনা করবেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন টি টি এ এ ডি সি-র চেয়ারম্যান ডঃ রঞ্জিত দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা মৃণাল কান্তি নাথ, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী ও জিরানীয়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর।