আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই ৷৷ চতুর্দশ দেবতার মন্দিরে খারচী উৎসব কোনো এক সময় রাজ্যের উপজাতি সম্প্রদায়ের পূজো হিসাবেই বিবেচিত হত। সময়ের পথ পাড়ি দিয়ে ‘খার্চি উৎসব’ বর্তমানে রাজ্যের সব ধর্মের মানুষের অংশগ্রহনে পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত হয়েছে। জাত, পাত, ধর্মের বালাই বহু আগেই বিদায় নিয়ে খারচী উৎসব মিনি ভারতের চেহারা নিয়েছে। শনিবার, সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে সাতদিন ব্যাপী খার্চি উৎসব ও মেলার শুভ উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি-র চেয়ারম্যান ডঃ রঞ্জিত দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা মৃণাল কান্তি নাথ, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবিতা দাস, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারম্যান মীরা ভট্টাচার্য, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্র দেবনাথ ও জিরানীয়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর।