পান চাষীদের জন্য আর্থিক সাহায্যে হাত বাড়ালেন জোলাইবাড়ী আরডি ব্লক

panবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবাড়ী পান চাষীদের আর্থিক সাহায্যে হাতবারিয়ে দিলেন জোলাইবাড়ী আরডি ব্লক। শান্তির বাজার মহকুমায় মোট ২০৮টি পানের বরো আছে এর মধ্যে ২০২টা জোলাইবাড়ী ব্লকের অধিন। এই ব্লকের বি ডিও সুভাষ দত্ত শুধু মাত্র আর্থিক সাহায্য দিয়ে বসে থাকেননি। তার সঙ্গে তিনি এই পান ক্ষেতগুলি পরিদর্শনেরজন্যও ছুটে যান। এতে করে সকল পান চাষীদের মনে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। জোলাইবাড়ী ব্লকের অধিনে যে সকল পানচাষীরা পানচাষ করছে তারা এই পান বিক্রি করে তাদের সংসার চালায় আর কিছু চাষী বংশপরমপরায় এই পানচাষ করছে। এই পান চাষের জন্য ৩৫,৮৫৮ টাকা ব্লকথেকে আর্থিক সাহায্য করা হয়েছে বলে জানান জোলাইবাড়ী ব্লকের বিডিও সুভাষ দত্ত। তিনি জানান তাদের প্রধান লক্ষ আগামী দিনে সবাইকে উন্নতিকরনের জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*