বন্ধুত্বের প্রতীক পালাটানা

current..দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ নভেম্বর ।। ত্রিপুরায় ৭২৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পালাটানা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত বহু আগেই নেয়া হয়েছিল। কোন পথে বিদ্যুৎ পরিবাহী লাইন স্থাপন করা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্প্রতি ভারত বাংলা উচ্চ পর্যায়ের আধিকারীক পর্যায়ে সারেজমিনে অনুসন্ধান পর্ব শেষে ত্রিপুরার সূর্যমনিনগর থেকে বাংলাদেশের দক্ষিন কুমিল্লার বিদ্যুৎ পরিবাহী লাইন স্থাপনের পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। ৫২ কিমি বিদ্যুৎ পরিবাহী লাইনের ২৯ কিমি লাইন স্থাপন করবে বাংলাদেশ নিজ দেশে, আর ২৮ কিমি ভারতীয় ভূখন্ডে লাইন স্থাপন করবে ভারত। উল্লেখ্য পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেয়াতেই ঝড় ঝাপটা পেরিয়ে স্বপ্ন সফল হয়েছে। উভয় দেশের আধিকারীকরা আশা করছেন ২০১৫ সালের ডিসেম্বরে পালাটানার প্রথম আলো জ্বলতে পারে প্রতিবেশী বাংলাদেশে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*