রাজ্যের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সি পি আই (এম)-র বাজার সভা

cpimবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুন ৷৷ বাইখোড়া সি পি আই (এম)-র উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বাজার সভা। শান্তির বাজার মহকুমার অন্তর্গতত বাইখোড়া বাজারে মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রাজ্যের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা। তাছাড়াও বি জে পি দল সহ বিরোধী দলের গুন্ডামি, বিভেদকামী মতদানের বিরুদ্ধে লড়াই তীব্র করতে এই বিক্ষোভ সভার আয়োজন করা হয়। বাজার সভা শুরুর আগে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। উৎসবের মেজাজে এই দুর্যোগপূর্ন দিনে লোকজন অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য আগরতলা থেকে ছুটে আসেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই টি উ-র নেতৃত্ব স্বপন মুনসী, জহর দেবনাথ, শ্রীমন্ত কুমার দে, আশিষ পাল, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেন ও রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রগতিশীল ধারার কথা সকলের সামনে উপস্থাপন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*