আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷৷ প্রকৃতি আজ নানা ভাবে আক্রান্ত ও অসুস্থ্ হয়ে পড়ছে। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, দূষণ বাড়ছে, পৃথিবীর উষ্ণতা বাড়ছে, ওজোন স্তর বায়ু মন্ডলের ভারসাম্য রক্ষা করতে পারছে না এবং প্রানীকুল যারা বনাঞ্চলে বাস করে তারাও বিলুপ্ত হচ্ছে। সব মিলিয়ে পরিবেশে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার ধর্মনগর বি বি আই মাঠে আয়োজিত ৬৮তম রাজ্যভিত্তিক বনমহোৎসবের উদ্বোধন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। বনমহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী বিজিতা নাথ, বনমন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, বিধায়ক বিশ্ববন্ধু দেন, বিধায়ক ফয়জুর রহমান, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন শক্তি ভট্টাচার্য, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক শরদিন্দু চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপস্থিত অতিথিগণ বি বি আই মাঠ সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ করেন।