আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷৷ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী গাড়ি খাদে পরে চার জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে খোয়াই জেলার কল্যাণপুরে TR-01-4371 নম্বরের একটি যাত্রিবাহী গাড়ি খোয়াই থেকে কল্যাণপুর আসার সময় দ্বারিকাপুর একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চার জন যাত্রী আহত হয়। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে আহতদের কল্যাণপুর হাসপাতালে পাঠায়। কল্যাণপুর থানার পুলিশ গাড়িটি আটক করতে পারলেও গাড়ির চালক পালিয়ে যায় বলে জানা যায়।