আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ৷৷ ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আই পি এফ টি) দলের একটি গোষ্ঠী ত্রিপুরাকে ভাগ করে নতুন রাজ্য গঠনের দাবীতে আগামী ১০ই জুলাই থেকে বড়মুড়া এলাকায় রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার ঘোষণা করেছে। ত্রিপুরাকে ভাগ করে নতুন রাজ্য গঠনের দাবীকে রাজ্য সরকার সমর্থন করে না। এদের দাবী অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করে ক্ষমতাসীন দল। বুধবার সন্ধ্যায় সি পি আই (এম) সদর কার্যালয়ে সি পি আই (এম) আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। তিনি বলেন, রাজ্যের শান্তিপ্রিয় গণতান্ত্রিক ও উন্নয়নকামী জনগন প্রথম থেকেই এই বিভেদকামী অবাস্তব দাবীর বিরুদ্ধে। একটি অবাস্তব দাবীকে সামনে রেখে রাজ্যের জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাজ্যের মানুষকে অশেষ দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া হবে।
সাংবাদিক সন্মেলনে শ্রী দাস আরও জানান, রোজভ্যালী চিটফান্ড কান্ডে গত ২৯ জুন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথের পাশাপাশি উনাকেও সি বি আই রোজভ্যালী ইস্যুতে জিজ্ঞাসাবাদ চালায়। রোজভ্যালী পার্ক তৈরীতে রাজু সরকারের জমী ছিল কি না? রাজ্যে রোজভ্যাল্র ব্যবসা প্রসারে রাজ্য সরকার সহযোগীতা করেছিল কি না? আর্থিক লেনদেনের ব্যাপারে রাজ্য সরকার কিছু জানে কি না? গৌতম কুন্ডুর সাথে বৈঠক হয়েছিল কি না? এছাড়াও আরও বিষয়ে সি বি আই জিজ্ঞাসাবাদ চালায় বলে জানা যায়।