আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ আই পি এফ টি দলের এন সি গোষ্ঠীর ডাকে জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলছে। ত্রিপুরাকে ভাগ করে নতুন রাজ্য গঠনের দাবীতে আগামী ১০ই জুলাই থেকে বড়মুড়া এলাকায় রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার ঘোষণা করেছে আই পি এফ টি। এদের দাবী অসাংবিধানিক ও অনৈতিক বলে প্রথম থেকেই বলে আসছেন রাজ্যে ক্ষমতাসীন দল। আই পি এফ টি-র ডাকা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের প্রতিরোধে বৃহস্পতিবার সি পি আই (এম) সদর মহকুমা কমিটির উধ্যোগে শহরে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে প্যারাডাইস চৌমুহনীতে এক প্রতিবাদ সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সহ অন্যান্যরা।