আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ ত্রিপুরা বিধানসভায় তৃণমূলের অস্তিত্ব মুছে দিচ্ছেন রাজ্য তৃণমূলের ৬ বিধায়ক। তৃণমূলের ছ’জন বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। তার পরেই ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদার দাবি জানাবে বিজেপি। ১৮’র ভোটের আগে বিধানসভায় নিজেদের অস্তিত্ব জানান দিতে তৈরি হচ্ছে বিজেপি। বুধবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন আশিস সাহা। তৃণমূল পরিষদীয় দলনেতার পদ ছাড়লেন দিবাচন্দ্র রাংখল। এ দিনই আগরতলায় ‘তৃণমূলের অফিস’-এ এক বৈঠকের পর তাঁরা কলকাতায় দলীয় নেতৃত্বের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন।
বিজেপি নেতা রাম মাধব ও হিমন্তবিশ্ব শর্মার আমন্ত্রণে বৃহস্পতিবার বিরোধীদলের সাত বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিস সাহা, দিবাচন্দ্র রাংখল, প্রাণজিৎ সিংহরায়, বিশ্ববন্ধু সেন, দিলীপ সরকার এবং রতন লাল নাথ গুয়াহাটি যান। সেখানে তাঁরা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের প্রচারসভায় উপস্থিত ছিলেন।