আগরতলা, ১৩ নভেম্বর ।। শিশু দিবসে উপলক্ষে এবছর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিল্লির গান্ধী ঘাটে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে সারা দেশ থেকে শিশু শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরবে । বৃহস্পতিবার রাজ্যের হয়ে ২২ জনের একটি প্রতিনিধি দল দিল্লিতে হওয়া এই মেলাতে অংশ নিতে রওয়ানা হয়েছে । চেলিখলা উচ্চ বিদ্যালয় ও গজারিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন উপজাতি ছেলে মেয়ে এই অনুষ্ঠানে যোগ দিতে রওয়ানা হয়েছে । আগামি ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে শিশুদের নিয়ে এই বিশেষ মেলা।