বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন ৷৷ বিলোনীয়া মহকুমার রতনপুর এডিসি ভিলেজের অন্তর্গত মনিরামপুর কমিউনিটি হলে গণমুক্তি পরিষদের এক হলসভা অনুষ্ঠিত হয়। এই হল সভায় উপজাতীদের উপস্থিতি ছিল লক্ষনিয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি পি আই (এম) বিলোনীয়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য অশিষ দত্ত, রতনপুর অঞ্চল সম্পাদক সত্যমুনি উচাই সহ সংগঠনের সদস্যরা।