হাইকোর্টে রোজভ্যালির মামলা ফের পিছিয়ে গেল আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত

Untitled-2নিজস্ব প্রতিনিধি, আগরতলা১৩ নভেম্বর ।। রাজ্যে চিটফান্ড-এর দৌলতে সর্বশান্ত বহু মানুষ। সাধারন জনগণকে মোটা অংকের সুধের লোভ দেখিয়ে জনগণের কাছ থেকেপ্রচুর অর্থ সংগ্রহকরে পালিয়েছে বহু চিটফান্ড। তেমনই রাজ্য রোজভালির বিরুদ্ধে মহকুমা শাসক অর্থ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেন।হাইকোর্টে ফের পিছিয়ে গেল চিটফান্ড রোজভ্যালির মামলা। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত ও তাদের সুযোগ না দিয়ে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অভিযোগ করে রোজভ্যালি। রোজভ্যালির বক্তব্য মহকুমা শাসকের এই নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই। এই কারণ দেখিয়ে করা রোজভ্যালির চারটি আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এখন এই মামলায় বৃহস্পতিবারর চূড়ান্ত শুনানির কথা থাকলেও চিটফান্ড রোজভ্যালি কর্তৃপক্ষ সময় নেওয়ায় তা পিছিয়ে গেল আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*