আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ নয়াদিল্লীর প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী সোমবার সকালে সচিবালয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহার সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতির মধ্যে রাজ্যের গণমাধ্যম নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন এবং কলকাতার পিয়ারলেস হাসপাতালের যৌথ উদ্যোগে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মেধাসন্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি প্রথমবারের মতো রাজ্যে এসেছেন। এই মেধা সন্মান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের চেয়ারম্যান সুনীলকান্তি রায়, এম ডি ডাঃ সুজিত কর পুরকায়স্থ, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ।