আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত আগরতলাস্থিত বাধারঘাট এলাকার একটি গুদাম। সোমবার মধ্যরাতে আগুন লাগলেও মঙ্গলবার সারাদিন আগুন নেভানোর কাজ চালিয়ে গেছে অগ্নি নির্বাপক কর্মীরা। সোমবার মধ্যরাতে গুদামে আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই গুদামের আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকান্ডে গুদামের আশপাশে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী। গুদামে প্রচুর ইলেকট্রনিক সামগ্রী সহ প্রচুর পন্য মজুত ছিল বলে জানা গেছে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দের কোটি টাকার বেশি হতে পারে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি।