আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ ১৮’র বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলছে। রাজনৈতিক ময়দানে একে অপরের তর্জার পাশাপাশি কোথাও কোথাও হাতাহাতিতে গিঠাও ঠেকছে। এবার রাজনৈতিক আগুনে পুড়ল শাসকদলের দলীয় কার্যালয়। সোমবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ কুমারঘাট মহকুমার অন্তর্গত রাখালতলী বাজারের সি পি আই (এম) পার্টি অফিসে স্থানীয় লোকজন আগুন দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। জানা যায়, সি পি আই (এম) পার্টি অফিস ছারাও আরও ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। বিরোধীদলের দুষ্কৃতিরা এই অগ্নি সংযোগ করেছে বলে শাসকদলীয় স্থানীয় নেতাদের অভিযোগ।