নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর ।। নয় দফা দাবী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছে কংগ্রেসের এসটি সেলের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ। সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন কংগ্রেসের উপজাতি নেতৃবৃন্দ। নয় দফা দাবী গুলির মধ্যে মূল দাবী গুলি হল এডিসি’কে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২৭৫ ও ২৮০’র অন্তর্ভুক্তি করা, ত্রিপুরার এডিসি’কে কেন্দ্র থেকে সরাসরি বাজেট প্রদান এবং নাম পরিবর্তন করে ডিস্ট্রিক্ট কাউন্সিলের স্হানে স্টেট কাউন্সিল করা।