দশমীঘাট এলাকায় প্রচুর পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

koraxআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ রাজ্য পুলিশ এবং বি এস এফ-র যৌথ অভিযানে প্রচুর নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আগরতলার দশমীঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি পেটি (বাক্স) কোরাক্স উদ্ধার করেছে আরক্ষা প্রশাসন। জানা যায়, প্রতি পেটিতে মোট ১৪০টি করে কোরাক্সের বোতল রয়েছে। কোরাক্সের সাথে প্রচুর নেশার ট্যাবলেটও উদ্ধার করে পুলিশ। যার মোট বাজারমূল্য ৪৯ লক্ষ ৫৮ হাজার ৯৭০ টাকা। জানা যায়, ১৫,২১২ বোতল আর সি কফ সিরাআপ প্লাস যার বাজার মূল্য ১৭ লক্ষ ৩৫ হাজার ৭৭৬ টাকা, ১০,৫১২ বোতল আর সি কফ সিরাপ ডি এক্স যার বাজার মূল্য ৭ লক্ষ ৫৬ হাজার ৮৬৪ টাকা এবং ২৭ লক্ষ ১৮হাজার ৬৯০ টাকার নেশার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা নিষিদ্ধ মাদক দ্রব্যগুলি সাব্রুমের সুব্রত দাস নামে এক ব্যাক্তির নামে আগরতলায় আসেছে বলে জানা যায়। তবে এই বাড়িতে অভিযান চালিয়ে কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*