দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ জুলাই ৷৷ রাজনীতি মানেই হচ্ছে লাভ ক্ষতির অংক। লাভ ক্ষতির সেই অংকের জেরেই রাজনীতির ফাস্ট ব্র্যাকেটে ঢুকে পড়েছে ‘তিপ্রাল্যান্ড’। দু’ভাগে বিভক্ত IPFT-র এন সি বাহিনী ১০ই জুলাই পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধে সামিল হয়েছে। IPFT-র এন সি বাহিনী এই অবরোধ নিয়ে বিগত কয়েকদিন রাজনৈতিক তরজা, মিছিল, মিটিং প্রত্যক্ষ করেছে মানুষ। ক্ষমতাসীন দল রয়ে সয়ে এগুচ্ছে। অবরোধকে কেন্দ্র করে অবস্থা আয়ত্বে রাখতে নিরাপত্তায় যুদ্ধকালীন প্রস্তুতি নেয়া হয়েছে। বৃষ্টিস্মাত দিনে IPFT-র এন সি বাহিনীর সমর্থকরা রেলপথ, সড়কপথে অবরোধে সামিল হয়। দূরপাল্লার গাড়ী চলাচল ব্যহত হচ্ছে। অবরোধের জেরে সরকারী তরফেই রেল চলাচল বন্ধ করে রাখা হয়েছে।
অনির্দিষ্ট কালের জন্য আহুত রেল, সড়ক অবরোধ কর্মসূচী শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয় তা নিয়ে রাজ্যজুড়ে গুঞ্জন চলছে।