আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ ‘তিপ্রাল্যান্ড’ ইস্যুতে দু’ভাগে বিভক্ত IPFT-র এন সি বাহিনী ১০ই জুলাই থেকে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধে সামিল হয়েছে। বুধবার IPFT-র এন সি বাহিনী এই অবরোধের তৃতীয় দিন অতিক্রান্ত হয়েছে। তাদের অবরোধের ৩ দিন অতিক্রান্ত হলেও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনো সাড়া আসেনি। প্রশাসনের তরফে কোনো সাড়া না পেয়ে IPFT-র এন সি বাহিনীর সমর্থকরা অবরোধের তৃতীয় দিনে পুরোপুরি বিবস্ত্র হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকা থেকে মিছিল করে এসে চম্পকনগর সাধুচন্দ্র পাড়ায় বড়মুড়া ব্রিজের উপর এসে উলঙ্গ হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। তারপরেও পুলিশ, টি এস আর এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা অবস্থা আয়ত্বে রাখতে নিরাপত্তায় যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে।