অজীবিকা মিশনের নব নির্মিত অফিস ভবনের দ্বারোদঘাটন

sb.jpg0বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৩ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবাড়ী ব্লকে ব্লক আধিকারিক সুভাস দত্তের অকান্ত পরিশ্রমের ফসল হিসাবে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তী সময় উদ্ভোদক ফলক উন্মোচন করে নবনির্মিত ত্রিপুরা অজীবিকা মিশনের নব নির্মিত অফিস ভবনের শুভ দ্বারোদঘাটন করেন। এই অনুষ্ঠান শুধু মাত্র উদ্ভোদনের মধ্য সীমাবদ্ধ নয়, তার সঙ্গে রয়েছে মেগা রক্তদান শিবির , ব্লক ভিত্তিক বনমহোৎসব ও ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্ভোদক হিসাবে ছিলেল মুখ্যসচেতক বাসুদেব মজুমদার। এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, জেলা শাসক সি কে জমাতিয়া, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, দক্ষিন জোলার সভাপতি হিমাংশু রায়, জোলাইবাড়ী ব্লকের বি ডি ও সুভাস দত্ত ও অন্যান্ন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে লোকজনের ভির ছিল লক্ষনিয়। এই মেগা রক্তদান শিবিরে মোট ৮৮ জন রক্তদান দান করেন যার মধ্যে অধিকাংশ ছিল মহিলা। অনুষ্ঠানে বক্তব্য শেষে সকলে মিলে বৃক্ষরোপনে অংশগ্রহন করেন। পরবর্তী সময় মঞ্চে অনুষ্ঠিত হয় লোকসংকৃতি উৎসব। সবকিছু মিলিয়ে জোলাইবাড়ী ব্লক প্রঙ্গন বৃহস্পতিবার ছিল উৎসবের মত। লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহন করে আনন্দ উপভোগ করেছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*