নারীর ইজ্জত রক্ষায় পুলিশি নম্বর

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ জুলাই/(NUT) : ত্রিপুরার ক্রমবর্ধমান নারী নির্যাতন এমন পর্যায়ে পৌছেছে যেখানে মনুষ্যত্বের বলি চলছে প্রতিনিয়ত। মাতৃজাতির ইজ্জত রক্ষায় শেষ পর্যন্ত শহরের বভিন্ন জায়গায় পুলিশের তরফে হোডিং লাগানো হয়েছে। ১০৯১ নম্বরে ফোন করে নির্যাতিতা নারী অভিযোগ দায়ের করতে পারেন নির্ভয়ে।
একবার ভাবুন সভ্য, শিক্ষিত সমাজে এই হোডিং আমাদের অগ্রগতির সব কাহিনীকে কতদূর কালিমা লেপনের প্রমান। যে দেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের অবদানে আজও আমাদের মাথা নত হয়, বলা হয় নারী পুরুষের সমান অধিকারের কথা। সেখানে নারীর ইজ্জত রক্ষায় শেষ পর্যন্ত বিজ্ঞাপনের হোডিং?
নম্বরে নারীর ইজ্জত মোটেও রক্ষা হবে না। সব নারীরা দশভূজার রুপে অবতীর্ণ হলেই হতে পারে উত্তোরন।
আগরতলা থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share