জাতীয় সড়ক অবরোধ, এই পরিস্থিতির দ্রুত নিস্পত্তি ঘটুক – সাংবাদিক সন্মেলনে বিজন ধর

cpimআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ‘তিপ্রাল্যান্ড’ ইস্যুতে দু’ভাগে বিভক্ত IPFT-র এন সি বাহিনীর জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের পঞ্চম দিন অতিক্রান্ত হচ্ছে। এই অবরোধের ফলে সাধারণ মানুষ ক্ষতগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ক্ষতগ্রস্ত হচ্ছে উপজাতি অংশের মানুষরা। ক্ষতগ্রস্ত হচ্ছে যেখানে অবরোধ হচ্ছে তার আশপাশ এলাকার মানুষরা। ক্ষতগ্রন্ত মানুষদের জন্য বামফ্রন্ট পার্টি উদ্বেগ প্রকাশ করেন। শুক্রবার বিকেলে সি পি আই (এম) সদর কার্যালয়ে সি পি আই (এম) আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই (এম)-র রাজ্য সম্পাদক বিজন ধর। সাংবাদিক সন্মেলনে শ্রী ধর বলেন, গত ১২ জুলাই ভারতীয় জাতীয় পতাকার সামনে IPFT-র এন সি বাহিনীর সমর্থকরা বিবস্ত্র হয়ে যে বিক্ষোভ প্রদর্শন করেছেন এটা গোটা উপজাতী অংশের মানুষেরই নয় সকল অংশের মানুষের সংস্কৃতির বাইরে। বামফ্রন্ট এই কুৎসিত ঘটনার তীব্র নিন্দা জানায়।
শ্রী ধর বলেন, বৃহস্পতিবার জনৈক এক বিজেপি নেতা সাংবাদিক সন্মেলন করে IPFT-র সড়ক অবরোধের পেছনে সি পি আই (এম)-র হাত রয়েছে বলে যে অভিযোগ করেছে, পার্টি এর তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, যত সময় যাচ্ছে ততই এই ধারনা স্পষ্ট হচ্ছে যে বিজেপি’র সহযোগীতায় রাজ্যের জাতী-উপজাতীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। শ্রী ধর বলেন, আলাদা রাজ্যের দাবী সি পি আই (এম) বিরোধীতা করছে। এর বিরোধীতা সি পি আই (এম) আগেও করেছে, ভবিষ্যতেও করবে। অনেক ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি না করে এই পরিস্থিতির দ্রুত নিস্পত্তি ঘটুক বলে সি পি আই (এম)-র রাজ্য সম্পাদক IPFT-র এন সি বাহিনীর কাছে অনুরোধ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*