আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷৷ কের শব্দের অর্থ গন্ডি বা বেষ্টনি দেওয়া। প্রতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রথম দিনে কের পূজা উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার উৎসাহ উদ্দীপনায় রাজ্যেও পালিত হয় কের পূজা। যদিও শুক্রবার রাত ১০টায় ঐতিহ্যবাহী কের পুজো শুরু হয়। তখন তোপধ্বনি হয়। শনিবার ভোর ৫টায় কেরের বিশ্রাম ও তোপধ্বনি হয় এবং পূর্বাহ্ন ১০টায় কের আরম্ভ হয় ও সন্ধ্যা ৬টায় কেরের বিশ্রাম হয়। রাত ১০টায় পুনরায় কের আরম্ভ হয় এবং তখনই তোপধ্বনি হয়। রবিবার সকাল ৫টায় কের পুজো শেষ হবে এবং তোপধ্বনি হবে।