ফেসবুকে অমর্ত্য সেনের তথ্যচিত্রের ট্রেলার আপলোড, সেন্সর বোর্ডে মেলেনি ছবি মুক্তির ছাড়পত্র

asজাতীয় ডেস্ক ৷৷ সেন্সর বোর্ডের সঙ্গে সংঘাতের জেরে ছবি মুক্তির ছাড়পত্র মেলেনি। তবে তাতে দমতে নারাজ অমর্ত্য সেনকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রের পরিচালক সুমন ঘোষ। তিনি ফেসবুকে এই তথ্যচিত্রের ট্রেলার আপলোড করলেন। শোনা যাচ্ছে, সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি এই ছবির প্রিভিউ মুক্তি নিয়েও আপত্তি জানিয়েছিলেন। কারণ, ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হয়নি। তবে সুমন বলেছেন, ছবিটি মুক্তি না পাওয়াতেই তিনি ফেসবুকে ট্রেলার আপলোড করলেন, যাতে সবাই দেখতে পান। ‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ ছবিটিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের সাক্ষাৎকারে বলা চারটি শব্দ ‘গরু’, ‘গুজরাত’, ‘হিন্দু’ ও ‘হিন্দুত্ব’ নিয়ে আপত্তি জানান নিহালনি। তিনি এই চারটি শব্দ নীরব করে দিতে বলেন। কিন্তু পরিচালক রাজি হননি। ফলে গতকাল মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেন্সর বোর্ডের অনুমোদন না মেলায় মুক্তি পায়নি অমর্ত্য সেনের তথ্যচিত্র। ফেসবুকে সবাইকে এই তথ্যচিত্রের ট্রেলার শেয়ার করার অনুরোধ জানিয়েছেন সুমন। তিনি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ উল্লেখ করে বলেছেন, নিহালনি দাবি করেছেন, সেন্সর বোর্ডের অনুমতি ছাড়া ট্রেলার মুক্তি বেআইনি। কিন্তু ফেসবুকে তিনি কী পোস্ট করবেন, সেন্সর বোর্ড সেটা বলে দিতে পারে না।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*