আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷৷ সংরক্ষণ বিল নিয়ে এবার সরব হল সি পি আই (এম)। ছ’বছর আগে রাজ্যসভায় অনুমোদিত হয়ে গেলেও রাজনৈতিক মতানৈক্যের কারণে আজও লোকসভায় আটকে রয়েছে মহিলা সংরক্ষণ বিলটি। লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সংসদে এবং আইনসভায় নারীদের জন্য বহু প্রত্যাশিত ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাসের দাবিতে শনিবার গোটা রাজ্যেই মিছিল, মিটিং ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই বিল পাশের দাবিতে সি পি আই (এম)-র ডাকে আগরতলায় এই সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। এদিনই সি পি আই (এম)-র ডাকে মোহনপুরে এক সমাবেশে ৯ পরিবারের ২২ জন বিরোধী শিবির ছেড়ে লাল পতাকা হাতে তুলে নিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি সি পি আই (এম) সাংসদ পি কে শ্রীমতী লোকসভায় মহিলা সংরক্ষণ বিল দ্রুত অনুমোদন করানোর এবং মহিলা সাংসদদের সংখ্যা বাড়ানোর জোরালো দাবি তুলেছিলেন। পরিসংখ্যান তুলে ধরে সি পি আই (এম) সাংসদ পি কে শ্রীমতী বলেন, লোকসভার সদস্যদের মধ্যে মাত্র ১২ শতাংশ মহিলা। অবিলম্বে তা বাড়ানো দরকার। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল এদিন নিজেদের মতো করে নারী ক্ষমতায়ন প্রসঙ্গে লোকসভায় সওয়াল করেছিলেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের আরজি জানিয়েছেন প্রত্যেকেই।