১৮ই জুলাই IPFT-র প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী – জানালেন মূখ্যমন্ত্রী

cm press meetআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজুর কথা হয়েছে। কিরেণ রিজিজু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং কিরেণ রিজিজুকে আই পি এফ টি-র প্রতিনিধি যারা দিল্লীতে অবস্থান করছেন তাঁদের সাথে কথা বলার দায়িত্ব দিয়েছেন। কিরেণ রিজিজু ১৮ই জুলাই বিকেলে আই পি এফ টি-র প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন বলে মূখ্যমন্ত্রী জানান।
এদিকে ১০ই জুলাই থেকে ‘তিপ্রাল্যান্ড’ ইস্যুতে দু’ভাগে বিভক্ত IPFT-র এন সি বাহিনী অনির্দিষ্ট কালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ নিয়ে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর সাথে ফোলে কথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে বলেন, আই পি এফ টি-র একটি প্রতিনিধি দল দিল্লী গেছেন তাঁদের দাবী নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করতে। মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে এ বিশয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানান। মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে বলেন, তিনি যেন আই পি এফ টি দলের প্রতিনিধিদের অবিলম্বে জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। রবিবার সন্ধ্যায় মূখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর বাসভবনে এক সাংবাদিক সন্মেলনে একথা জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*