আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ গত ১০ই জুলাই থেকে ‘তিপ্রাল্যান্ড’ ইস্যুতে দু’ভাগে বিভক্ত IPFT-র এন সি বাহিনী অনির্দিষ্ট কালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের সাধারণ মানুষদের সমস্যার কথা চিন্তা করে সোমবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় IPFT-র এই অবরোধের পেছনে বিজেপি’র পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করে এই দাবীর নিন্দা করা হয়েছে। পাশাপাশি অবরোধ নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। প্রদেশ কংগ্রেস এর প্রতিবাদ জানিয়ে আগামী ১৯ জুলাই (বুধবার) সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২ ঘন্টার ত্রিপুরা বনধের আহ্বান করেছেন। রাজ্যের সমস্ত শ্রেনীর মানুষকে এই বনধের সমর্থনে এসিয়ে আসার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।