আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। গত ১০ই জুলাই থেকে IPFT-র এন সি বাহিনী পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ এর দাবীতে আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছে। তাতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে উপজাতি অংশের মানুষদের। অনুদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের মূখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করতে না পেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর সাথে ফোনে কথা বলে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানিয়ে উনার দায়িত্ব এড়াতে চেয়েছেন। এখন মূখ্যমন্ত্রীর উচিত উনার ব্যর্থতার কথা স্বীকার করে পদত্যাগ করা। মঙ্গলবার ভোর থেকে মূখ্যমন্ত্রীর সরকারী বাসভবন ঘেরাও করে বিজেপি রাজ্য প্রভারি সুনিল দেওধর এবং বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব একথা বলেন। এদিন ভোর থেকে বিজেপি কর্মী সমর্থকরা মূখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারী বাসভবন ঘেরাও করে রাখে। সন্ধ্যা পর্যন্ত চলে এই ঘেরাও কর্মসূচী। রাজ্য বিজেপি পূর্বেই ঘোষণা করেছিল ৪৮ ঘন্টার মধ্যে রাজ্য সরকার IPFT-র জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা না নিলে মূখ্যমন্ত্রীকে ঘেরাও করা হবে। সেই মোতাবেক মঙ্গলবার মূখ্যমন্ত্রী সহ লেলীন সরণী লেনের সমস্ত মন্ত্রীদের সরকারী বাসভবন ঘেরাও করে রাখে ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্বরা। নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ ও টি এস আর মোতায়েক করা হয়েছিল। মূখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের চারিদিকে রাস্তায় তৈরী করা হয়েছিল ব্যারিকেড। বিজেপি নেতৃত্বরা এদিন দুপুরে এই বিষয়ে রাজ্যপাল তথাগত রায়ের সাথে সাক্ষাৎ করেন। রাজ্যপাল বিজেপি’র এই ঘেরাও প্রত্যাহারের কথা বলেন বলে জানা গেছে।