বিজেপি’র পরিবর্তন সভা অনুষ্ঠিত শান্তির বাজারে

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৯ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া এ ডি সি ভিলেজে ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপি’র উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পরিবর্তন সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক, বিজেপি দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস, সহ-সভাপতি শ্যামলাল দেবনাথ, ভৃগুরাম রিয়াং, প্রক্তন ডেপুটি স্পীকার গৌরী শঙ্কর রিয়াং, ৩৬ শান্তির বাজার মন্ডল সভাপতি প্রদিপ কুমার দাস সন অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুরে এক মিছিল সংগঠিত করা হয়েছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*