আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই ৷৷ ১১ দিনের মাথায় আন্দোলন প্রত্যাহার করে নিল আই পি এফ টি। টানা ১০ দিন IPFT-র এন সি বাহিনীর আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের পর বৃহস্পতিবার সকালে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। সকালে ১৪৪ ধারা জারি করার পর অবরোধ নিয়ে পিছু হটতে থাকে আই পি এফ টি। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রালয়ে রাজ্যপাল তথাগত রায়ের পাঠানো চিঠির পর কেন্দ্র থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে আই পি এফ টি-র সভাপতি এন সি দেববর্মা জানায়। এদিকে বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব জানায়, মূখ্যমন্ত্রী এই অবরোধ নিয়ে কোনও প্রকার পদক্ষেপ নেয়নি। রাজ্যপালের মধ্যস্থতায় IPFT-র এন সি বাহিনীর অবরোধ প্রত্যাহার হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানায়, অবরোধকারীরা চলে গেলে পুলিশ গোটা রাস্তা তল্লাশি চালাবে। তারপর সাধারণ যান চলাচল শুরু হলেও শুক্রবার থেকে স্বাভাবিক হবে যান চলাচল।