আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চা কমিটির উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। শুক্রবার যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি আয়োজিত এই কনভেনশনে যুব মোর্চার প্রতিনিধিদের উপস্থিতির সংখ্যা জানান দিয়েছে ১৮’র নির্বাচন নিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি। আগামীর লড়াইয়ে বাম দলের বিরুদ্ধেই তীব্র লড়াইয়ের বার্তা শোনা গেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুব কংগ্রেসের যুব প্রতিনিধি কনভেনশনে। কনভেনশনে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের মন্ত্রী পল্লব লোচন দাস, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জয় ব্যানার্জী, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারি সুনীল দেওধর, রাজ্য যুব মোর্চার সভাপতি টিংকু রায়, আদিবাসী মোর্চার সভাপতি রেবতী প্রমুখ।