দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ নভেম্বর ।। ত্রিপুরার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে অত্যন্ত জটিল অবস্থায়। চন্দ্রপুরার সোমা থেকে বিশালগড় পর্ব নিয়ে রাজনীতির ময়দান ভোট ছাড়াই উত্তপ্ত অবস্থায়, এর মধ্যেই রাজ্য গ্রুপ ডি কর্মচারী সমিতির রাজ্য সন্মেলন অয়োজন করা হয় টাউন হলে। সমিতির রাজ্য সন্মেলনে রাজ্যের পরিস্থিতি মূখ্য বিষয় হিসেবে বিবেচিত হবে ধারনা করা হয়েছিল। রাজ্যের শান্তি, সুস্থিতি, উন্নয়নকে স্তব্ধ করার জন্যই বিরোধীরা চক্রান্ত চালাচ্ছে বলে বক্তারা টাউন হলে অভিমত ব্যক্ত করেন। সমিতির পক্ষে বলা হয়েছে ৫২ বছরের লড়াইয়ের এখনো শেষ হয়নি, শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে রাজ্যের শিক্ষক, কর্মচারীদের জীবন সম্পৃক্ত দাবী দাওয়া পূরনে সংগ্রাম চলতেই থাকবে। টাউন হলে রাজ্য গ্রুপ ডি কর্মচারী সমিতির রাজ্য সন্মেলনে নেতৃবৃন্দ দেশীয়, রাজ্যের প্রেক্ষাপট তুলে ধরে অব্যাহত লড়াইয়ের বার্তায় সমিতির সদস্যদের সেই চিরন্তন কথা শুনিয়েছেন ‘এই লড়াই শেষ নয়, সামনে আরো জোর লড়াই’।