মঙ্গল কাব্য ও পাঠ ও পুঁথি পাঁচালী উৎসবের উদ্বোধন আড়ালিয়ায়

vnuআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ পুঁথি পাঁচালী, মঙ্গল কাব্য ও মনসা মঙ্গল পাঠ গ্রাম বাংলায় আজও জনপ্রিয়। প্রাচীনকাল থেকে এই উৎসব চলে আসছে। বিভিন্ন দল ও সাংস্কৃতিক সংস্থা এই আদি সংস্কৃতি প্রদর্শন করে হাজারো মানুষের মন জয় করেন। শুক্রবার আড়ালিয়া প্রিয়লাল সাহা স্মৃতি ভবনে মঙ্গল কাব্য ও পাঠ ও পুঁথি পাঁচালী উৎসবের উদ্বোধন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা এই কথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মোট ১৭টি দল অংশ নিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পারিষদ কল্পনা ঝষিদাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা পাঞ্চালী দেববর্মা সহ শিল্পী, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সাধন সূত্রধর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*