বিদায়ী রাষ্ট্রপতি প্রণবের সম্মানে বিশেষ নৈশভোজ আয়োজন প্রধানমন্ত্রীর

pranabজাতীয় ডেস্ক ৷৷ দু’দিন পরেই রাইসিনা হিলস থেকে বিদায় নিতে চলেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শনিবার হায়দরাবাদ হাউসে তাঁর সম্মানে বিশেষ নৈশভোজ আয়োজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রথা মেনে রাষ্ট্রপতির হাতে স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এই নৈশভোজে উপস্থিত ছিলেন পরবর্তী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং বিরোধী নেতারা। অতিথিদের বইয়ে স্বাক্ষরও করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হওয়ায় চিফস অফ স্টাফ কমিটি তাঁকে শুক্রবার বিদায়ী সংবর্ধনা দেয়। তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেন রাষ্ট্রপতি। রবিবার সংসদের সেন্ট্রাল হলে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেবেন সাংসদরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*