আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ জি এস টি নিয়ে রাজ্যের ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ীদের মধ্যে সঠিক ধারনা না হলেও গোটা দেশের সাথে রাজ্যেও ১ জুলাই চালু হয়ে গেছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স (জি এস টি)। আগে ব্যবসায়ীদের বছরে ৩ লক্ষের ব্যবসা হলেই বিক্রয় কর দিতে হত। জি এস টি চালুর পর ১০ লক্ষ টাকা পর্যন্ত বিক্রয় করের উপর ছাড় দেওয়া হয়েছে। রাজ্যে যে সমস্ত ব্যবসায়ীর বছরে ১০ লক্ষ টাকার উপর ব্যবসা করছে তাদেরকেই জি এস টি-র আওতায় আনা হয়েছে। এই সংবাদ জানায় রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা। অর্থমন্ত্রী জানায়, বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করেনীমন ব্যবসায়ীদের সংখ্যা রয়েছে ৭০ শতাংশ। অর্থমন্ত্রী আরও জানান, রাজ্যে জি এস টি রেজিস্ট্রেশনের হার যথেষ্ট সন্তোষজনক। এখনও পর্যন্ত রাজ্যে ১৪ হাজারের মতো ব্যবসায়ী জি এস টি রেজিস্ট্রেশন করিয়েছেন। আরও দু হাজারের মতো ব্যবসায়ী জি এস টি-র আওতায় আসবেন বলে অর্থ মন্ত্রী জানিয়েছেন।