
অনাথ আশ্রমের মধ্যে যে সব শিশু প্রতিপালিত হয় মানুষ হয়ে তাদের হৃদয়ের ব্যথা অনুভব করা যায় তাদের মুখ দেখলেই। মা-বাবার স্নেহ বঞ্চিত, আত্মীয় পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনাথ আশ্রমের জীবনের স্বাদ জানে একমাত্র ঐ সব শিশুরাই যাদের সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় কাটে অনাথ আশ্রমে।
১০ই জুলাই “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র চতুর্থ বর্ষ পূর্তির অঙ্গ হিসেবে ২৩শে জুলাই (রবিবার) আমতলীস্থিত ‘নব প্রান্তিকের’ ৬৫ জন আশ্রমবাসী শিশু, আশ্রমের অন্যান্য কর্মীদের সঙ্গে এক পাতে বসে খাওয়ার মধ্য দিয়ে প্রমান করেছে মানবিকতা, মনুষ্যত্ব এখনো হারিয়ে যায়নি পৃথিবীর বুক থেকে।
এমন আহামরি কিছু করেনি “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা। সাধ্যের মধ্যেই সামান্য কিছু দেয়ার ইচ্ছে থেকেই এই প্রয়াস। নব প্রান্তিকের সবাইকে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা খাওয়ার সামগ্রী দেয়াই নয়, আশ্রমবাসীর সাথে এক পংক্তিতে বসেই সেরেছে ভোজন পর্ব। তাছাড়াও ‘নব প্রান্তিকের’ শিশুদের শুকনো খাবার, চকলেট, মেঙ্গো ড্রিংক সহ অন্যান্য খাবার সামগ্রী দেয়া হয়েছে।
“নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র এই অনন্য ভূমিকা যে অনাথ আশ্রমের শিশুদের কতোটা আনন্দ দিয়েছে প্রতিয়মান হয়েছে তাদের উজ্জ্বল আনন্দের বহিঃপ্রকাশে। এদিন উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শান্তনু চক্রবর্তী সহ সংস্থার সদস্য রুদ্রদ্বীপ ব্যানার্জী, সুদীপ চক্রবর্তী, বিপুল বিশ্বাস, অনামিকা নন্দি এবং দেবব্রত চক্রবর্তী।