জাতীয় ডেস্ক ৷৷ রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশে শেষ ভাষণে মুক্ত পরিবেশে আলোচনার পক্ষে সওয়াল করলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘প্রতিদিনই আমরা দেখছি হিংসার ঘটনা বেড়ে চলেছে। এই হিংসার কেন্দ্রে রয়েছে আঁধার, ভয় ও অবিশ্বাস। জনগণের আলোচনায় শারীরিক ও মৌখিক হিংসাকে স্থান দেওয়া যাবে না। কোনও বিষয়ে আমরা একমত হতে পারি, আবার কোনও বিষয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু আমরা ভিন্নমতকে অস্বীকার করতে পারি না। নাহলে আমাদের চিন্তার মৌলিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে।’ বহুত্ববাদ ও সহিষ্ণুতার পক্ষে সওয়াল করে প্রণব বলেছেন, দয়াশীল ও যত্নশীল সমাজ গড়ে তোলার জন্য অহিংসার শক্তিকে পুনরুজ্জীবিত করতে হবে। সংস্কৃতি, বিশ্বাস ও ভাষার বহুত্বই ভারতকে এক বিশেষ দেশ করে তুলেছে। ভারত শুধু একটি ভৌগলিক অঞ্চল নয়। ধারণা, দর্শন, বুদ্ধিমত্তা, শিল্পক্ষেত্রে বিশেষ দক্ষতা, কারুশিল্পে উদ্ভাবনী শক্তি এবং অভিজ্ঞতা বহন করে ভারত। শতকের পর শতক ধরে এই চিন্তাগুলির আত্তীকরণের ফলেই বহুত্ববাদ এসেছে। মহাত্মা গাঁধীর দর্শনের কথা মনে করিয়ে দিয়ে বিদায়ী রাষ্ট্রপতি বলেছেন, সমাজের সবচেয়ে গরিব মানুষটিকেও ক্ষমতা দিতে হবে। নীতির সুফল যাতে সবার কাছে পৌঁছয়, সেটা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক অন্তর্ভুক্তিই ন্যায়সঙ্গত সমাজ গড়ার মূল ভিত্তি। উচ্চশিক্ষার গুরুত্ব প্রসঙ্গে প্রণব বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলি যেন পঠনপাঠনের বিষয় মুখস্থ করার জায়গা না হয়। তার বদলে অনুসন্ধিতসা যেন থাকে। ছাত্র-ছাত্রীরা যাতে বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা এবং বিজ্ঞানসম্মত চিন্তাভাবনাকে উৎসাহ দিতে হবে। আলোচনার মাধ্যমে যুক্তি প্রয়োগ করতে হবে। পরিবেশও রক্ষা করতে হবে।