গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই ৷৷ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ পক্ষকাল উদযাপন ২০১৭ কে সামনে রেখে সোমবার সকাল ১১টায় খোয়াই চা-বাগান উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে একদিনের জেলা ভিত্তিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। এদিনের স্বাস্থ্য মেলায় মোট ৬টি স্টল খোলা হয়। বিকেল ৩টা থেকে প্রাত দুই শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ গ্রহন করেন। এছাড়াও সন্ধ্যায় স্বাস্থ্য বিষয়ক নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের স্বাস্থ্য মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জিলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ পি কে মজুমদার, খোয়াই মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাঃ ধনঞ্জয় রিয়াং, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন কৃষ্ণ শুক্লদাস সহ অন্যান্যরা।