বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২৫ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত বীরচন্দ্র স্কুলে অনুষ্ঠিত হয় বনমহোৎসব ও বীরচন্দ্র বাজার সেডঘরে অনুষ্ঠিত হয় বনমহোৎসব ও লোক সংস্কৃতি উৎসব ২০১৭। ত্রিপুরার কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং এর হাতধরে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শংকর মজুমদার, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসুদেব মজুমদার মুখ্যসচেতক ত্রিপুরা বিধানসভা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। বক্তারা জানান এই লোকসংস্কৃতির মধ্যদিয়ে সমাজের সকল অংশের মানুষদের মধ্যে ভাতৃত্ব বোধ সৃষ্টি করা সম্ভব। তাই এই লোকসংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবেনা।