বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২৬ জুলাই ৷৷ শান্তির বাজার পুর পরিষদের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় লোক সংস্কৃতি উৎসব ও ক্রীড়া বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৭। শান্তির বজার কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, ডি সি এম রুদ্রদ্বীপ নাথ, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান এই লোক সংস্কৃতি উৎসবের জন্য রাজ্য সরকার সাহায্যের হাত বারিয়ে দিয়েছে। ভারতবর্ষে শুধু মাত্র ত্রিপুরা সরকার এমন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর প্রধান কারন আমরা যেন আমাদের পুরানিক চিরাচরিত প্রথাকে ভুলে না যাই। মন্ত্রী উনার কিছু দিনের বিদেশ সফরের কথাও এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান বিদেশে গিয়েও তিনি ধুতি পাঞ্জাবী পরে রয়েছেন। তিনি চাইলে সুট সার্ট পরতে পারতেন কিন্তু তিনি চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে ধুতি পাঞ্জাবি পরে ৯ দিন কাটিয়েছেন। বক্তব্য শেষে ১২০ জন ক্রীড়াবিদদের ১২০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। পরে মূল অনুষ্ঠানে বিয়ের গান, মনসা মঙ্গল ও নৃত্য পরিদর্শন করা হয়।