গোপাল সিং, খোয়াই, ২৭ জুলাই ৷৷ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়। বুধবার খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে নবনির্মিত খোয়াই টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শুভঙ্কর ভট্টাচার্য, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্ত। নবীন বরণ উৎসবের আনুষ্ঠানিকতার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।