এপিজে আব্দুল কালামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিসৌধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

mdজাতীয় ডেস্ক ৷৷ প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পেইকারুম্বুতে কালামের স্মরণে স্মৃতিসৌধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন রাষ্ট্রপতির জন্মভিটেতেই এই সৌধের উন্মোচন করা হয়েছে। প্রসঙ্গত, যেখানে রাখা ছিল কালামের নশ্বর দেহ, সেই স্থল থেকে সামান্য কিছু দূরেই রয়েছে এই স্মৃতিসৌধটি।তবে শুধু এই স্মৃতিসৌধটি নয়, কালামের একটি ভাস্কর্যের উদ্বোধনও করেছেন মোদী। সেই স্ট্যাচুতে কালামকে একটি বীণা হাতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী পলানিস্বামী, কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণ এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্যে লড়ছেন এনডিএ প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু। কালামের স্মৃতিসৌধে ঢোকার মুখে ভারতের পতাকা উত্তোলন করে প্রবেশ করেন মোদী। এই জাতীয় পতাকাটি তৈরি করেছে ডিআরডিও। তারপর প্রয়াত রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।মোদীর উন্মোচন করা স্মৃতিসৌধটি দেখতে অনেকটা ইন্ডিয়া গেটের মতো। এছাড়া সেখানে রাখা রয়েছে রকেট এবং মিসাইলের প্রতিরূপ। স্মৃতিসৌধের প্রথম অংশটি উদ্বোধন করা হলেও, দ্বিতীয় অংশটির কাজ শেষ হবে আগামী ১৮ মাসের মধ্যে। তারপর সেখানে থাকবে একটি গ্রন্থাগার, প্ল্যানেটোরিয়াম ও অডিটোরিয়াম।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*