বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২৭ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় বার্ষিক পরষ্কার বিতরনী উৎসব ২০১৭। শন্তির বাজার মহকুমার অন্তরগত বাইখোড়া কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, পরিক্ষিত মুড়াসিং, বিধায়ক যশবীর ত্রিপুরা, ত্রিপুরা ক্রিকেট সংস্থার সভাপতি রনজিৎ মজুমদার, ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব তাপস দে, শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থার সভাপতি শংকর মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য শেষে কৃতি খেলোয়ারদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।