শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে সাবট্রেজারির উদ্ভোদন

mnrবিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২৭ জুলাই ৷৷ ত্রিপুরার কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং এর হাত ধরে শান্তির বাজার সাবট্রেজারির শুভ উদ্ভোদন হলো বৃহস্পতিবার। শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে এই সাবট্রেজারি অফিস কক্ষ স্থাপন করা হয়েছে এবং অফিসের সমস্ত দায়ভার দেওয়া হয়েছে ডিসিএম সরুপ কুমার পালকে। এছারা এই ট্রেজারি অফিসে কাজের জন্য ৩৯ জন ডি ডি ও নিয়োগ করা হয়। আগামী মাসের প্রথম থেকে কাজ শুরু হয়ে যাবে বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং, ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, বিধায়ক যশবীর ত্রিপুরা, জেলা শাসক সি কে জমাতিয়া, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, এ ডি এম উত্তম মন্ডল, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস ও অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই সাবট্রেজারির কি কি কাজ সকলের সামনে উপস্থাপন করেন এবং দায়িত্ব প্রাপ্ত সকল কর্মচারীকে জানান এই সাবট্রেজারির পরিষেবা সকল পেনশনারর্সদের যেন সঠিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে সাবট্রেজারির দায়িত্ব প্রাপ্ত অফিসার সরুপ কুমার পাল সকলে কৃতঞ্জতা প্রকাশ করেন। বিশেষ কৃতঞ্জতা জানান প্রাক্তন মহকুমা শাসক উত্তম মন্ডল, ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস ও বিশ্বশ্রী বি কে। কারন প্রাক্তন মহকুমা শাসকগণ শান্তির বাজার থাকাকালিন এই মহকুমার লোকজনের সুবিধার্থে সাবট্রেজারি অফিসের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তারা সকলে অনত্র দায়িত্ব পালন করছে তাই ডি সি এম সরুপ কুমার পাল সকলের শেষে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মহকুমা শাসকদের বিশেষ কৃতঞ্জতা জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*