দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ নভেম্বর ।। স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে গোটা ভারতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শিশু দিবস। জওহরলাল নেহেরু অত্যন্ত ভালোবাসতেন শিশুদের। আধুনিক ভারতের রুপকার হিসেবেই শুধু নয় একাধারে দক্ষ রাজনীতিবিদ, সাহিত্যিক ছিলেন তিনি। নীতি, আদর্শের প্রশ্নে স্বপ্ন দেখতেন জাত, পাত, ধর্ম, বর্ণ, বিহীন সংহত ভারতের। ১৮৮৯ সালের ১৪ই নভেম্বর এলাহাবাদে জন্ম গ্রহন করেছিলেন জওহরলাল নেহের, তাঁর পূর্ণ জন্মদিবসে প্রতিবছরের মতো এবারেও শিশুদিবসে রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুর কলতানে উদযাপিত হয়েছে শিশু উৎসব। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে শিশু উৎসবে উচ্ছাস আনন্দে মেতে উঠতে দেখা গেছে শিশুদের।