আরও ২৭ মন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভা সম্প্রসারণ নীতীশের

ptnaজাতীয় ডেস্ক ৷৷ বিহারের ক্ষমতার পালাবদল শেষ। নিজের দল জেডিইউ ও জোট সঙ্গী বিজেপির থেকে নয়া ২৭ জন সদস্যকে শনিবার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শুক্রবার শুধু নীতীশ ও উপ মুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদী শপথবাক্য পাঠ করেন। শুক্রবারই আস্থাভোটে জেতে বিহারে সদ্য ক্ষমতা দখল করা এনডিএ। ২৪৩ জনের বিধানসভায় সর্বাধিক ৩৭ জনকে মন্ত্রী করা যাবে। জেডিইউয়ের ১৪ জন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, বাকিদের মধ্যে ১২ জন বিজেপির, ১ জন এলজেপি সদস্য- কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি কুমার পরশ। নীতীশ কুমার, সুশীল মোদী ছাড়াও শপথবাক্য পাঠ অনুষ্ঠানে ছিলেন রামবিলাস পাসোয়ান ও বিহার বিধানসভার স্পিকার বিজয় কুমার চৌধুরী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*